এক নজরে ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন
হাজীগঞ্জ উপজেলাটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।তার একটি ঐতিহ্যবাহী অঞ্চল ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ইউনিয়নটি শিক্ষা,সংস্কৃতি,ধর্মীয় অনুষ্ঠান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজেস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।
ক) নাম – ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৭.২৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৬৮০০ (প্রায়) (জন্ম নিবন্ধন বহি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) রাস্তাঃ- পাকা রাস্তা- ১৫ কি.মি. এবং মাটির রাস্তা ৯.৫০ কি.মি.।
জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
কলেজ ১ টি- কাঁকৈরতলা জনতা কলেজ।
উচ্চ বিদ্যালয় ৩টি,১) জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় ২) মালিগাঁও উচ্চ বিদ্যালয় ৩) পালিশারা উচ্চ বিদ্যালয়।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২ টি।
মসজিদঃ ৫৬ টি।
মাদ্রাসা- ২ টি।
মন্দির- ৪ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – কাজী নুরুর রহমান বেলাল।
ঞ) গুরুত্বর্পূণ মাজার ২ টি।
ট) হাসপাতালঃ
১) তফুরের নেছা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল। ২) মালিগাঁও মাতৃসদন হাসপাতাল।
৩) আহাম্মদপুর কমিউনিটি ক্লিনিক। ৪) হরিপুর কমিউনিটি ক্লিনিক।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৯৩ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৩/০২/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ১৫/০২/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৫/০২/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১) মোহাম্মদপুর ২) মৈশামুড়া ৩) সর্বতারা ৪) আহম্মদপুর ৫) তারালিয়া ৬) পালিশারা ৭) মালিগাঁও ৮)গন্ধর্ব্যপুর ৯) হরিপুর ১০) কাকৈরতলা ১১) জগন্নাথপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।( পুরুষ ৯ জন ও সংরক্ষিত মহিলা ৩ জন )
২) ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা – ১ জন।
৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর - ১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৫ জন।
৫) উদোক্তা – ২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস