৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মোহাম্মদপুর গ্রামে পিসসাব হুজুরের মাজারে বিগত বহু বছর ধরে বহুদুর দুরান্ত থেকে অনেক মানুষ জন যাওয়া আশা করে । এখানে প্রত্যেক বছর বিভিন্ন এলাকা থেকে বহুলোক আশে পিসসাব হুজুরের মাজার পরির্দশনে । মোহাম্মদপুর গ্রামে পূর্ব এবং পশ্চিম পাড়া তে দুইটা মাজার আছে । এখানে প্রত্যেক বছরে বিশাল আয়োজন করে ওরছ ও মাহফিল করা হয় । এখানে হাজার হাজার মানুষ আশে এবং ওনেকে অনেক কিছু দান করে। যেমন - প্রতি বছর মিনিমাম ৪০/৪৫ টা গরু , মহিশ , ছাগল , যার যতোটুকু সাধ্য সে ততটুকু দান করে আসছে বিগত বছর গুলোতে। এবার ও ৮৯ তম ওরছ ও মাহফিল পালন করা হয়েছে । এখানে মাহফিলের সময় ৪০টা গরু, ৫টা মহিশ , ছাগল ২০টা আরো ্ণ্যান্য জিনিস পত্র মানুষ দান করে শুধু তাই নয় টাকা ও দান করে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস