Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

 

     ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মোহাম্মদপুর গ্রামে পিসসাব হুজুরের মাজারে বিগত বহু বছর ধরে বহুদুর দুরান্ত থেকে অনেক মানুষ জন যাওয়া আশা করে । এখানে প্রত্যেক বছর  বিভিন্ন এলাকা থেকে বহুলোক  আশে পিসসাব হুজুরের মাজার পরির্দশনে । মোহাম্মদপুর গ্রামে পূর্ব এবং পশ্চিম পাড়া তে দুইটা মাজার আছে । এখানে প্রত্যেক বছরে বিশাল আয়োজন করে ওরছ ও মাহফিল করা হয় । এখানে হাজার হাজার মানুষ আশে এবং  ওনেকে অনেক কিছু দান করে। যেমন - প্রতি বছর মিনিমাম ৪০/৪৫ টা গরু , মহিশ , ছাগল , যার যতোটুকু সাধ্য সে ততটুকু দান করে আসছে বিগত বছর গুলোতে। এবার ও ৮৯ তম ওরছ ও মাহফিল  পালন করা হয়েছে । এখানে মাহফিলের সময় ৪০টা গরু, ৫টা মহিশ , ছাগল ২০টা আরো ্ণ্যান্য জিনিস পত্র মানুষ দান করে শুধু তাই নয় টাকা ও দান করে ।